আমাদের নার্ভাস সিস্টেমের একক হলো হলো নিউরন।এর অংশগুলো নিয়ে আলোচনা হবে আজকে।
নিউরনের দুইটি অংশ-
*কোষদেহ
*প্রলম্বিত অংশ
প্রলম্বিত অংশ আবার দুই প্রকার-
-এক্সন
-ডেনড্রাইট
কোষদেহে থাকে-
*নিউক্লিয়াস
*নিসল দানা
*মাইটোকন্ড্রিয়া
*গলগি বস্তু
*নিউরোফাইব্রিল
*নিউরোফিলামেন্ট
ডেনড্রাইটে নিসল দানা থাকে।
এরা সিগনালকে কোষদেহের দিকে আনে।
এক্সনে নিসল দানা থাকেনা।
এরা সিগনাল কে কোষদেহ থেকে দূরে পাঠায়।
©দীপা সিকদার জ্যোতি