নিউরনের বিভিন্ন অংশ

By Dipa Sikder Jyoti Aug 15, 2021

আমাদের নার্ভাস সিস্টেমের একক হলো হলো নিউরন।এর অংশগুলো নিয়ে আলোচনা হবে আজকে।

নিউরনের দুইটি অংশ-
*কোষদেহ
*প্রলম্বিত অংশ
প্রলম্বিত অংশ আবার দুই প্রকার-
-এক্সন
-ডেনড্রাইট

কোষদেহে থাকে-
*নিউক্লিয়াস
*নিসল দানা
*মাইটোকন্ড্রিয়া
*গলগি বস্তু
*নিউরোফাইব্রিল
*নিউরোফিলামেন্ট

ডেনড্রাইটে নিসল দানা থাকে।
এরা সিগনালকে কোষদেহের দিকে আনে।

এক্সনে নিসল দানা থাকেনা।
এরা সিগনাল কে কোষদেহ থেকে দূরে পাঠায়।

©দীপা সিকদার জ্যোতি

By Dipa Sikder Jyoti

আমি দীপা সিকদার জ্যোতি।লেখাপড়ার পাশাপাশি রংপুর ডেইলীতে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগে কাজ করছি।সকলের আশীর্বাদ একান্ত কাম্য।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *