দেহের নিচের অংশ থেকে দূষিত রক্ত বহন করছে কে?

দেহের নিচের অংশগুলো থেকে কার্বন ডাই অক্সাইড হৃদপিণ্ডে পৌঁছায় একটি মহাশিরা দিয়ে।তার নাম ইনফেরিয়র মহাশিরা।

ইনফেরিয়র মহাশিরা দেহের নিচের সব দূষিত রক্ত বহন করে নিয়ে যায়।এর অনেকগুলো শাখা আছে যেগুলো এই কাজে তাকে সাহায্য করে।যেমনঃ
*সাধারণ ইলিয়াক ভেইন
-১ জোড়া
-এগুলো ফরমেটিভ শিরা
*লাম্বার ভেইন
-৪ জোড়া
*রেনাল ভেইন
-১ জোড়া
*ফ্রেনিক ভেইন
-১ জোড়া
*গোনাডাল ভেইন
-ডান
*সুপ্রারেনাল ভেইন
-ডান
*হেপাটিক ভেইন
-দুইটি সেট

আর দেহের উপরের অংশ থেকে দূষিত রক্ত বহন করে উপরের মহাশিরা।এতে কোনো পর্দা থাকেনা।কিন্তু নিচের মহাশিরায় পর্দা থাকে।যাতে করে রক্ত আবার নিচে না চলে আসে।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment