দেশ ছেড়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট গানি

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি তাজিকিস্তান চলে গেছেন বলে আফগান অফিসিয়াল সূত্র জানিয়েছে। 

অফিসিয়াল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। 

এর প্রেক্ষিতে তালেবানদের পক্ষ থেকে বলা হয়, তারা এখনো আফগান প্রেসিডেন্টের অবস্থান বিষয়ে নিশ্চিত নয়। তার তাজিকিস্তান চলে যাওয়ার বিষয়টি যাচাই করে দেখা হবে। 

এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে আট থেকে নয়জনের তালেবান প্রতিনিধি দল ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে বিবিসি।

তালেবানের মুখপাত্র সুহেল শাহীন বিবিসিকে বলেন, আফগানিস্তানের জনগণের প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না।

তিনি বলেন, ‘আমরা আফগানিস্তানের মানুষকে, বিশেষ করে কাবুল শহরে তাদের সম্পত্তি, তাদের জীবনের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করছি। আমরা দেশ ও জনগণের সেবক। আমাদের নেতা আমাদের বাহিনীকে নির্দেশ দিয়েছে কাবুলের গেটে থাকতে, শহরে প্রবেশ না করতে। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি।’

Leave a Comment