দুনিয়াতেই দেখুন, আপনি জান্নাতি নাকি জাহান্নামী!

আপনি জান্নাতি নাকি জাহান্নামী-সেই আলামত দুনিয়াতেই দেখতে চান?

চিন্তা করেছেন, মহীয়ান রবের কী অপার মহিমা? তিনি তাঁর প্রিয় বান্দাদের সর্তক করার জন্য দুনিয়াতেই বিশেষ আলামতের সন্ধান দিয়েছেন। যেটা আমরা পাই, বিশ্ব নন্দিত ঐশীগ্রন্থ: আল-কুরআনের “সূরা নাযি’আত” এর শেষের দিকের আয়াতে।

সেখাবে আল্লাহ তা’য়ালা জান্নাতিদের দু’টি আলামত ও জাহান্নামীদের দু’টি আলামত স্পষ্টভাবে ব্যক্ত করেছেন।

প্রথমে জাহান্নামীদের দুটি বিশেষ আলামত বর্ণিত হয়েছে। তা হলো-
فَاَمَّا مَنۡ طَغٰی ﴿ۙ۳۷﴾
وَ اٰثَرَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا ﴿ۙ۳۸﴾
অর্থাৎ –
১.আল্লাহ তা’য়ালা ও তাঁর রাসূলের অবাধ্যতা করা
২.পার্থিব জীবনকে পরকালের উপর অগ্রাধিকার দেওয়া। অর্থাৎ যে কাজ অবলম্বন করলে দুনিয়াতে সুখ ও আনন্দ পাওয়া যায় কিন্তু পরকালে তার জন্য আজাব নির্দিষ্ট আছে, সেক্ষেত্রে পরকালের প্রতি উপেক্ষা প্রদর্শন করে দুনিয়ার সুখ ও আনন্দকে প্রাধান্য দেওয়া।

দুনিয়াতে যে ব্যক্তির মধ্যে এই দুটি আলামত পাওয়া যায়, তার সম্পর্কে বলা হয়েছে, فَاِنَّ الۡجَحِیۡمَ ہِیَ الۡمَاۡوٰی অর্থাৎ জাহান্নামই তার ঠিকানা। [৭৯:৩৯]

এরপর জান্নাতিদেরও দুটি বিশেষ আলামত বর্ণনা করা হয়েছে। তা হলো-
وَ اَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّہٖ وَ نَہَی النَّفۡسَ عَنِ الۡہَوٰی ﴿ۙ۴۰﴾

অর্থাৎ-
১.দুনিয়াতে প্রত্যেক কাজের সময় এরূপ ভয় করা যে, একদিন আল্লাহ তা’য়ালার সামনে উপস্থিত হয়ে এ কাজের হিসাব দিতে হবে।

২.অবৈধ খেয়ালখুশি চরিতার্থ করা থেকে নিজেকে বিরত রাখা।

যে ব্যক্তি দুনিয়াতে এই দু’টি গুণ অর্জন করতে সক্ষম হয়, কুরআন পাক তাকে সুসংবাদ দেয়: فَاِنَّ الۡجَنَّۃَ ہِیَ الۡمَاۡوٰی অর্থাৎ জান্নাতই তার ঠিকানা। [৭৯:৪১]

এবার আপনি মিলিয়ে নিন, আপনি ঠিক কোন ক্যাটাগরিতে পড়ছেন। বন্ধুগণ, সাবধান হোন। সময় কম। কখন যে প্রাণ পাখি আপনার পিঞ্জর ছেড়ে উড়ে যাবে, আপনি আগে থেকে জানতেও পারবেন না। আর যখন জানবেন, তখন কিছুই করার থাকবে না।
আল্লাহ আমাদের সকলকে নিজেদের নিয়ে চিন্তা-ফিকির করার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।

লেখা: মেহেজাবীন শারমিন প্রিয়া।

Leave a Comment