থামছেনা করোনার তাণ্ডব; ১৮ জেলায় ১০৪ জনের মৃত্যু

দেশে করোনা মহামারিতে থামছেই না মৃত্যু ও আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৮ জেলায় ১০৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার(৩০ জুলাই) ময়মনসিংহ বিভাগে করোনা ও উপসর্গে ১৮ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ১২, জামালপুরের ৩, নেত্রকোণার ২, শেরপুরের ১। এর মধ্যে ৮ জন করোনা আক্রান্ত ছিলেন।

বরিশাল বিভাগে মারা গেছেন ১৬ জন। এরমধ্যে পটুয়াখালীর ৫, পিরোজপুরের ২ ও বরগুনার ১ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি ৮ জন মারা গেছেন বরিশাল মেডিক্যালে। এদিকে, রাজশাহীতে ১৩ জন মারা গেছেন। এরমধ্যে রাজশাহীর ৬, নাটোর ও নওগাঁর ৩ জন করে এবং চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন।

এদিকে, চট্টগ্রাম বিভাগে করোনায় ২৩ জন মারা গেছেন। এরমধ্যে কুমিল্লার ১৪ ও চট্টগ্রামের ৯ জন ছিলেন। এদিকে, করোনা ও উপসর্গ নিয়ে ফরিদপুরে ১৪, খুলনায় ৮ জন, কুষ্টিয়ায় ৮ জন ও সাতক্ষীরায় ৪ জনের মৃত্যু হয়েছে।

Leave a Comment