থাইল্যান্ডে বিমান বন্দরেই করোনা হাসপাতাল

সম্প্রতি থাইল্যান্ডে করোনার পরিস্থিতি নিয়েছে ভয়াবহ রূপ।  হাসপাতাল গুলোতে রোগীর উপচে পড়া ভীড়।  নতুন রোগীর জায়গা হচ্ছে না।  একসাথে অনেক রোগীকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না।

এজন্য বিমানবন্দরের একটি বড় কার্গো গুদামকে পরিণত করা হয়েছে করোনা হাসপাতালে। ওই হাসপাতালে করোনা রোগীদের জন্য কার্ডবোর্ড দিয়ে বানানো হয়েছে বিছানা। একসঙ্গে ১৮শ’ রোগী চিকিৎসা নিতে পারবেন সেখানে।

এই ফিল্ড হাসপাতাল বানানো হয়েছে ব্যাংককের ডন মুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক রেইনথং নান্না বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এই ফিল্ড হাসপাতাল একসঙ্গে অনেক রোগীর চিকিৎসা দিতে পারবে।

তবে এই হাসপাতালে যেসব রোগীর অবস্থা মোটামুটি স্থিতিশীল তাদের চিকিৎসা দেওয়া হবে। যেসব রোগীর অবস্থা আশঙ্কাজনক তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন পরিচালক রেইনথং নান্না।

থাইল্যান্ডের সাম্প্রতিক করোনার পরিসংখ্যানে দেখা গেছে,  বুধবার সেই দেশে সর্বোচ্চ ১৬ হাজার ৫৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং  মৃত্যু হয়েছে ১৩৩ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৪৩ হাজার ৩৬১ জন। দেশটিতে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৯৭ জনের।

Leave a Comment