ডিজেলের দাম না কমালে শুক্রবার থেকে পরিবহন ধর্মঘট

ডিজেল-কেরোসিনের দাম না কমালে শুক্রবার থেকে পণ্য পরিবহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ট্রাক ও কাভার্ডভ্যান মালিকরা।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে এ ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্যাংক লরি প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।

সংগঠনের আহ্বায়ক রুস্তম আলী খান বলেন, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে মালিক ও শ্রমিকরা ধর্মঘটে যেতে বাধ্য হবে। কারণ, তাতে মালিকদের ভর্তুকি দিতে হবে।

বুধবার ডিজেল ও কেরোসিনের দাম ৬৫ থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মধ্যরাত থেকেই এই দাম কার্যকর হয়েছে।

Leave a Comment