চাঁদ দেখা নিয়ে আগাম সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

চাঁদ দেখা নিয়ে আগাম সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ,ইসলামিক ফাউন্ডেশন পবিত্র শাওয়াল ১৪৪৪ হিজরি পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের খবরে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল চাঁদ দেখার বিষয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে কয়েকটি গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। আগামীকাল শুক্রবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে জানা গেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির খবরে এ খবর এসেছে।

ইসলামিক ফাউন্ডেশনের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় চাঁদ দেখা কমিটি হিজরির চাঁদ দেখা এবং সিদ্ধান্ত গ্রহণের একমাত্র দায়িত্বশীল কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. কমিটিতে মহাকাশ গবেষণা কেন্দ্রের পরিচালক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও দেশের পণ্ডিতরা সদস্য হিসেবে রয়েছেন। সারাদেশে জেলা প্রশাসকদের নেতৃত্বে গঠিত জেলা চাঁদ দেখা কমিটির প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কমিটি। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কমিটি চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করে। এই কমিটি রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত।

আগামীকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রয়েছে। কমিটির এই সভা ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ড. ফরিদুল হক খান।

ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশ থেকে চাঁদ দেখার খবর সাপেক্ষে কমিটির সভাপতি ধর্ম প্রতিমন্ত্রী ড. ফরিদুল হক খান ঈদুল ফিতর উদযাপনের চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন।

Leave a Comment