গোলের বিশ্বরেকর্ড রোনালদোর

দুটি গোল করেও দলকে জেতাতে পারেননি, তবে পর্তুগালের নকআউটের আশা টিকিয়ে রেখেছেন ঠিকই। সঙ্গে জাতীয় দলের হয়ে গোলের বিশ্বরেকর্ড ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলি দাইয়ের রেকর্ড ১০৯ গোলের পাশে বসেছেন।

ইউরো চ্যাম্পিয়নশিপে বুধবার রাতে গ্রুপ ‘এফ’র নকআউটের হিসাব-কিতাব মেলাতে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে নেমেছিল পর্তুগাল। শেষ রাউন্ডের ম্যাচটিতে পর্তুগিজরা ২-২ গোলে ড্র করেছে টেবিলের শীর্ষের ফ্রান্সের বিপক্ষে।

গ্রুপ রানার্সআপ জার্মানির সমান ৪ পয়েন্ট পর্তুগালেরও, কিন্তু গোলপার্থক্যে টেবিলের তিনে তারা। সেরা ষোলোর টিকেট পেতে তাদের এখন অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর খেলা শেষ হওয়া পর্যন্ত।

আসরে ছয় গ্রুপে ভাগ হয়ে লড়ছে ২৪ দেশ। গ্রুপসেরা ও রানার্সআপরা সরাসরি পরের পর্বে যাবে, ছয় গ্রুপের সেরা চার তৃতীয় দলও যাবে ষোলোয়। সেই হিসাব মিললে নকআউটে খেলবে পর্তুগিজরা। নয়ত ধরতে হবে বাড়ির পথ। নামের পাশে ৪ পয়েন্ট থাকায় নকআউটের ভালো সুযোগই আছে রোনালদোদের।

সেই সুযোগ বহাল রাখার দিনে বিশ্বরেকর্ড ছুঁয়েছেন ম্যাজিসিয়ান রোনালদো। তার ৩১ মিনিটের পেনাল্টি গোলে লিড নিয়েছিল পর্তুগাল। পরে করিম বেনজেমার দুই গোলে জয়ের আশা জাগায় ফ্রেঞ্চরা। মধ্যবিরতির পর ৬০ মিনিটে রোনালদোর আরেকটি পেনাল্টি গোলেই সমতায় ম্যাচের সমাপ্তি টানতে পারে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নরা।

কোপেনহেগেনে ওই গোলটি দিয়ে বিশ্বরেকর্ড স্পর্শ করেন সিআর সেভেন। পর্তুগাল জার্সিতে ৩৬ বছর বয়সী রোনালদোর গোল এখন ১০৯টি। ইরানের জার্সিতে আলি দাইয়ের গোলও ১০৯টি। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হয়ে এতদিন তিনি নিঃসঙ্গ ছিলেন! এবার তাকে ছুঁয়ে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষা কিংবদন্তি রোনালদো।

একইদিনে আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন তার দখলে। সাবেক জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসাকে টপকে গেলেন। ক্লোসার গোল ১৯টি, ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে রোনালদোর গোল হয়ে গেল ২১টি। ইউরোয় ১৪ ও বিশ্বকাপে ৭ গোল পর্তুগিজ মহাতারকার। ইউরোর ইতিহাসে যা সর্বোচ্চ গোলের রেকর্ডও, সেটিও রোনালদোর দখলে

Leave a Comment