“কেউ কাঁদুক“

কেউ কাঁদুক,
আমাকে হারানোর ভয়ে
কারো চোখে জমুক
কষ্টের শিশির।

কেউ কাঁদুক,
কারো অনুভবের চাদরে
খুব যত্ন করে মিশে থাকুক
আমার নাম।

কেউ কাঁদুক,
আমার দেয়া কষ্ট পুষে
আবার সব এক নিমিষেই
বিকিয়ে দেয়ার আয়োজনে।

কেউ কাঁদুক,
আমার প্রতিধ্বনি শোনার
উৎকণ্ঠা নিয়ে।
অপেক্ষার প্রহর বেড়ে চলাতে
অজানা আশঙ্কায় কেউ
ঢুকরে কেঁদে উঠুক।

কেউ কাঁদুক,
আমার অনুপস্থিতি সহ্য
করতে না পেরে
ভিতরে ভিতরে ছটফট করুক।

কেউ কাঁদুক,
আমাকে অবহেলা করার অপরাধে,
অনুশোচনার চিতায় আত্মহুতি দিয়ে
শান্তি পাক ফিরে।

কেউ কাঁদুক,
রুষ্ট আমার রাগ ভাঙ্গাতে
কারো আঁখি ভেসে যাক
নোনতা জলপ্লাবনে।

কেউ কাঁদুক,
আমাকে পাবার প্রবল আকাঙ্ক্ষায়
ভিজে যাক মুনাজাতে
তুলে ধরা আকুলিত দু’টি হাত।
অথবা সিক্ততায় ভরে উঠুক
তার জায়নামাজ।

কেউ কাঁদুক,
আমার ব্যথায় ব্যথিত হয়ে
কারো নয়ন জুড়ে নেমে আসুক
ভালোবাসার উপছে পড়া বান।

কেউ কাঁদুক,
আমার শোকে।
কেঁদে কেঁদে দু’আ করুক
আমার কবরের সামনে দাঁড়িয়ে।

কলমে: মেহেজাবীন শারমিন প্রিয়া

Leave a Comment