কুড়িগ্রামে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেল ৮ শত পরিবার

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে লকডাউনে ক্ষতিগ্রস্ত কর্মহীন বিভিন্ন পেশার শ্রমিক ও তাদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান।

সোমবার (৫ জুলাই) সকালে ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে কর্মহীন শ্রমিক ও তার পরিবারের হাতে এ সহায়তা প্রদান করা হয়। করোনাকালীন ও লকডাউনে কর্মহীন অবস্থায় থাকা শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছেন। অনেকে জীবন বাঁচার তাগিদে অন্য পেশা বেছে নিচ্ছেন।

এমন কর্মহীন ৮ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে জনপ্রতি ১০ কেজি চাল,, ১ কেজি ডাল, আধা লিটার তেল বিতরণ করা হয়। এ সময় ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেন, করোণা ভাইরাসের কারণে ও লকডাউনে খেটে খাওয়া অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন। এতে করে অনেকে খাদ্য অভাবে মানবেতর জীবনযাপন করছে। তাই এই দুঃসময়ে প্রধানমন্ত্রীর উপহার নিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসন অসহায় কর্মহীনদের পাশে রয়েছে।

Leave a Comment