কার্বন ডাই অক্সাইডের রক্তে পরিবহন

আমাদের বেঁচে থাকার জন্য দেহে অক্সিজেন প্রয়োজন।তবে এই অক্সিজেনের পাশাপাশি আমাদের শরীরে কার্বন ডাই অক্সাইড ও থাকে।মূলত আমরাই উৎপন্ন করি এই কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই-অক্সাইড এর পরিবহন সম্পর্কে আজ আমরা জানব।

আমাদের শরীরে উৎপন্ন কার্বন ডাই-অক্সাইড তিনটি রূপে রক্তে পরিবাহিত হয়।
১.দ্রবীভূত অবস্থায়
২.বাইকার্বোনেট রূপে
৩.কার্বামিনো যৌগ রূপে

দ্রবীভূত অবস্থায় মাত্র ৭% কার্বনডাই-অক্সাইড রক্তে পরিবাহিত হয়।আর বাইকার্বোনেটরূপে ৭০% কার্বনডাই-অক্সাইড পরিবাহিত হয়।
এক্ষেত্রে দুইটি রূপ থাকে-
*লোহিত রক্ত কণিকায় পটাশিয়াম বাই কার্বোনেট
*প্লাজমায় সোডিয়াম বাই কার্বোনেট রূপে

কার্বামিনো যৌগ গঠন করার জন্য কার্বন ডাই অক্সাইড হয় হিমোগ্লোবিন এর সাথে যুক্ত হয় নয়তো প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হয়।হিমোগ্লোবিন এর সাথে যুক্ত হলে এর নাম হয় কার্বামিনো হিমোগ্লোবিন আর প্লাজমা প্রোটিনের সাথে যুক্ত হলে নাম হয় কার্বামিনো প্রোটিন।এভাবে কার্বামিনো যৌগরূপে ২৩% কার্বনডাই-অক্সাইড পরিবাহিত হয়।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment