করোনা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কারিগরি কমিটির নতুন সুপারিশ

চলমান লকডাউনেও দেশে করোনা পরিস্থিতির কোনো উন্নতি নেই। বরং ক্রমবর্ধমান সংক্রমণ চলছেই।  তাই লকডাউন করোনা পরিস্থিতির একমাত্র সমাধান না। এরসাথে প্রত্যেকের যথাযথ  স্বাস্থ্যবিধি  ও চলমান বিধিনিষেধ মেনে চলতে হবে।  করোনা সংক্রমণের এই ঊর্ধমূখী মাত্রা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড ১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি নতুন আরো কিছু সুপারিশ প্রদান করেছে

সুপারিশ সমূহ নিম্নরূপ – 

  • পরিস্থিতির বিচারে কোয়ারেন্টাইন নিশ্চিত ও অক্সিজেন সরবরাহ সংকট এড়াতে সতর্ক থাকতে হবে।
  • করোনা পরীক্ষার ফি কমানোর পাশাপাশি ভারতীয় ভ্যারিয়েন্টের ব্যাপারে সতর্ক থাকতে হবে। 
  • রাজধানীর পাশাপাশি জেলার হাসপাতালগুলোতে আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে।
  • সরকারের  দেয়া লকডাউন পরবর্তী ‘এক্সিট প্ল্যান’ অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
  • করোনার ভারতীয় ভেরিয়েন্টের প্রবেশ ঠেকাতে যেসব পরামর্শ দেয়া হয়েছে, তার মধ্যে রয়েছে- ভারত ফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা এবং সীমান্তে নজরদারি বাড়াতে হবে ।
  • অন্যান্য উচ্চ সংক্রমণশীল দেশেগুলো থেকে লোকজন আসলে তাদের  ১৪ দিনের কোয়ারেন্টাইন অবশ্য  নিশ্চিতকরণ  করতে হবে।  
  • করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করা অব্যাহত রাখতে হবে। 

Leave a Comment