ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিয়ান গাইবান্ধার সুপ্তা

প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দেয় সালমা-রোমানারা। মেয়েদের ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি করলো গাইবান্ধার শারমিন আক্তার সুপ্তা।

ছেলেদের ক্রিকেটে চলছে নাজেহাল অবস্থা। এর মধ্যে বিশ্বকাপ বাছাই পর্বে সুখবর দিয়েছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার (২৩ নভেম্বর ) যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

ইতোমধ্যে দারুণ সেঞ্চুরি করেছেন গাইবান্ধার শারমিন আক্তার সুপ্তা। মেয়েদের ওয়ানডেতে এটাই প্রথম কোনো সেঞ্চুরির ঘটনা।১১৮ বলে ৯ চারে সেঞ্চুরির দেখা পান অভিজ্ঞ এই ব্যাটার। নিজের ২৬তম ম্যাচ খেলতে নেমেই এই কীর্তি গড়লেন শারমিন আক্তার সুপ্তা।

বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড যৌথভাবে ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের।

২০১৩ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে অপরাজিত ৭৫ করেন সালমা। পরের ম্যাচে একই প্রতিপক্ষের সাথে একই ভেন্যুতে রুমানাও করেন ৭৫।বাছাই পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

Leave a Comment