ওগো বিরহিণী

একরাশ অভিমান আর কিছুটা সংশয়ে
আরক্তিম সূর্যটা তলিয়ে যায়
সায়াহ্নের আবছা আঁধারে।
আমিও হারিয়ে যাবো আমার
জীবনে সন্ধ্যা নামার আগে।

আমি হারিয়ে গেলেও আর
ফিরে আসব না এই পথে।
ধূলোর রাজ্যে সোনা দিয়ে
মোড়ানো ঐ গালিচায়
থাকবে না আমার পদচিহ্ন।

বেদনার বহ্নিশিখায় সুখ পুড়িয়ে
চোখের ঝরণার নোনাজল ছুঁয়ে
প্রকৃতির সৌন্দর্য সুধা পিয়ে
আমি নেশার আলস্যে ডুব দিয়েছি।

অযাচিত স্মৃতিরা ভীড় জমালেও
আমি তাদের আমন্ত্রিত অতিথির
মতোই বরণ করে নিবো,
সয়ে নিব তাদের নিরব অত্যাচার।

টিনের চালে ঝমঝমিয়ে পড়া
শিলাবৃষ্টির শব্দের মতোন
কিছু ব্যথা আঘাত হানে
আমার ছোট্ট হৃদের চাঁদোয়ায়।
তবুও আমি হাসতেই থাকবো
যতক্ষণ না এই প্রাণ চলে যায়।

আকাশের বুকে একজোড়া
পাহাড়ের ফাঁকে সলজ্জে উঁকি দেয়
কাস্তের মতো শুভ্র শশী,
সুধায় আমায় নরম সুরে,
কিসের এত দুঃখ তোমার?
ওগো বিরহিণী!

Writer: Mahazabin Sharmin Priya

Leave a Comment