একবারে বিয়ের খবর দেবেন তিনি

কষ্টগুলো ছুটি নিতো,

হারিয়ে যেতাম নতুন দিগন্তে

পাখ-পাখালির মতো…

ঢালিউড অভিনেতা বাপ্পী চৌধুরী কয়েক দিন ধরে ফেসবুক স্ট্যাটাসে কবিতা লিখে পোস্ট দিচ্ছেন । আর তাঁর এসব কবিতা পড়ে কারও কারও মন্তব্য, প্রেমে পড়ে কবি হয়ে উঠেছেন বাপ্পী ! তবে এই কথা জিজ্ঞেস করতেই অভিনেতা হেসে জানালেন, প্রেম ব্যক্তিগত বিষয় । আর ব্যক্তিগতই থাক । তবে শিগগিরই বিয়ের খবর দেবেন ।

গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকা মানেই ভালোবাসা না তিনি ফেসবুকে সম্প্রতি লিখেছেন । জীবনে এমন একজন থাকা, যার প্রতি আপনার অন্ধবিশ্বাস‌‌ আছে । তবে আপনি যদি তাকে সর্বোচ্চ কষ্টও দেন তবুও সে আপনার হাত ধরে রাখবে । তবে বলবে, আমি আছি, আমি ছিলাম আর সব সময় তোমারই থাকব, এটাই ভালোবাসা, এটাই জীবন।’

তবে হঠাৎ যে কবি হয়ে উঠলেন ? বাপ্পী আর বলেন, ‘এখন তো কাজের পাশাপাশি বাসায় সময় কাটে । তাই পড়াশোনাও করছি । আর যেহেতু আমি সৃজনশীল মাধ্যমে কাজ করি । তাই ভাবলাম লেখালেখির চর্চা থাকা ভালো । আর অনেকেই মনে করছেন আমি প্রেমে পড়েছি । তবে প্রেমে পড়ে কবি হয়েছি। আমি শুধু সিনেমাতেই প্রেম করি । আর বিয়েটা বাবা–মায়ের পছন্দেই করতে চাই । তবে প্রেমের কোনো খবর আমার কাছ থেকে কেউ পাবেন না । তবে একবারে বিয়ের খবর দেব ।’

তবে বাপ্পীর ফেসবুকে থেকে নানা রকম প্রচারণামূলক ভিডিও শেয়ার হচ্ছিল । আর এগুলো বাণিজ্যিকভাবে আয়ের উদ্দেশ্যে করছিলেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েক মাস ফেসবুক নিয়ে খুবই ঝামেলায় পড়েছিলাম । তবে আমার আইডি হ্যাক হয়েছিল । আরঅনেক বিচ্ছিরি কিছু পোস্ট শেয়ার হচ্ছিল । তবে অনেকেই মনে করছিলেন আমি নিজেই সব শেয়ার করছি । তার পরে অনেক চেষ্টা করে আইডি ফিরে পেয়েছি । আর একটা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি । তবে খুশির খবর সম্প্রতি একটি আইডি ভ্যারিফাইড হয়েছে । তবে এখন মনে হয় আপাতত ফেসবুকের ঝামেলা থেকে মুক্ত থাকতে পারব।’

আর বাপ্পীর অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ও ‘ডেঞ্জার জোন’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে । তবে ‘ঢাকা ২০৪০’ ও ‘কোভিড-১৯ ইন বাংলাদেশ’সহ বেশ কিছু সিনেমার কাজ অসমাপ্ত রয়েছে । তাছাড়া তাঁর হাতে রয়েছে ৭টি সিনেমা । তবে এসব সিনেমা নিয়ে তিনি আশাবাদী । আর ‘৫৭০’ সিনেমাটি তাঁর ক্যারিয়ারের অন্যতম একটি কাজ হয়ে থাকবে ।

তবে এই অভিনেতা জানান, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয় । আর তার পরের অংশ সিনেমায় তুলে ধরা হয়েছে । তিনি আর বলেন, ‘সিনেমায় আমি একজন সেনাবাহিনীর চরিত্রে অভিনয় করেছি । আর আমার উপস্থিতিতেই হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর রক্তাক্ত মরদেহ ঢাকা থেকে টুঙ্গি পাড়ায় নিয়ে যাওয়া হয় । তবে অভিনয় করতে গিয়ে আবেগ আপ্লুত হয়েছিলাম । তবে ’ ৫৭০ পরিচালনা করেছেন আশরাফ শিশির । তবে এটি জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ১৫ আগস্ট মুক্তি সম্ভাবনা রয়েছে । আর ২৫ জুন ‘যন্ত্রণা’ সিনেমার বাকি অংশের শুটিং শুরু করবেন বাপ্পী চৌধুরী।

Leave a Comment