ই–কমার্সের আটকে থাকা ২১৪ কোটি টাকা ফেরতের ব্যবস্থা হচ্ছে: টিপু মুনশি

ই-কমার্সের জন্য নতুন আইনের দরকার হবে না বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ। আজ সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলে বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেন, গত ১ জুলাইয়ের পর থেকে বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের ২১৪ কোটি টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে আছে। এগুলো ফেরত দেওয়ার উপায় বের করা হচ্ছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ই-কমার্স খাতে শৃঙ্খলা ফিরে আসবে। তবে ১ জুলাইয়ের আগের পাওনাদারদের বিষয়ে কোনো মন্ত্রীই সুনির্দিষ্টভাবে কিছু বলেননি। এ ছাড়া ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর নিতে হবে। ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন এটুআই ই-কমার্স খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছে।

Leave a Comment