ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহত প্রায় ৫২

গতকাল রাতে ইরাকের দক্ষিণের নাসিরিয়া শহরের আল-হুসেইন হাসপাতালে  ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে ।  এ ঘটনায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে,  আহত হয়েছেন আরও ৬৭ জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।   ( সূত্র বিবিসি নিউজ) । 

আগুন লাগার কারণ ছিল অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণ।  ট্যাঙ্ক বিস্ফোরিত হওয়ার পরই পুরো হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যায়।  দেশটিতে তিন মাসের মধ্যে এটি করোনা ইউনিটে দ্বিতীয় অগ্নিকাণ্ড।

হাসপাতালের কোভিড আইসোলেশন ওয়ার্ডেই মৃত্যু বরণ করেছেন বেশি। স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিল বলেছেন, ওই ওয়ার্ডে এখনও কেউ আটকে আছেন কি না, তা দেখা হচ্ছে। সেখানে মোট  ৬০ জন রোগীর থাকার ব্যবস্থা ছিল।  অনুসন্ধান এখনো চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। মৃতদের মধ্যে দুজন স্বাস্থ্যকর্মীও রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা হাসপাতালের বাইরে বিক্ষোভ শুরু করে। সোশাল মিডিয়ায় অনেকে কর্মকর্তাদের পদত্যাগের দাবি তোলেন।ইরাকে চলতি বছর এ নিয়ে দুবার কোভিড হাসপাতালে আগুন লাগল। গত এপ্রিলে মজুত করা অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৮২ জনের মৃত্যু হয়েছিল। ওইসময় আরো ১১০ জন আহত হয়েছিলেন।

Leave a Comment