ইউক্রেনের ভলনোভাখা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশপন্থীরা, দাবি মস্কোর

ইউক্রেনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ভলনোভাখার নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া-সমর্থিত বিদ্রোহীরা। রুশ বার্তা সংস্থা আরআইএর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।আজভ সাগরের তীরবর্তী অবরুদ্ধ বন্দর শহর মারিউপোলের উত্তরে ভলনোভাখার অবস্থান। আজ শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরআইএকে বলেছে, রুশপন্থীরা শহরটির দখল নিয়েছে। শহরটি মারিউপোলের উত্তরাঞ্চলীয় প্রবেশপথ হওয়ায় কৌশলগতভাবে এর গুরুত্ব রয়েছে।

এদিকে রুশ সামরিক অভিযানের ১৬তম দিনে নতুন করে ইউক্রেনের তিন পশ্চিমাঞ্চলীয় শহরে হামলা হয়েছে। এত দিন পূর্বাঞ্চলীয় শহরগুলোতে হামলা হলেও পশ্চিমের শহরে হামলার ঘটনা এটিই প্রথম।শুক্রবার ভোরে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর লুতৎস্ক ও ইভানো ফ্রাঙ্কিভস্ক এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর দিনিপ্রোতে হামলা হয়েছে। দিনিপ্রোতে হামলার ঘটনায় ইতিমধ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা কর্তৃপক্ষ (এসইএস)। এক ফেসবুক পোস্টে লুতৎস্ক শহরের মেয়র লিখেছেন, ‘সবাই নিরাপদ আশ্রয়ে থাকুন!’ কোনো ধরনের ছবি, ঠিকানা কিংবা অবস্থান প্রকাশ না করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

ইভানো ফ্রাঙ্কিভস্ক শহরের মেয়রও তাঁর শহরে হামলা হওয়ার খবর নিশ্চিত করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শত্রুপক্ষ ফ্রাঙ্কিভস্ক শহরে আঘাত হেনেছে।’রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, ইতিমধ্যে লুতৎস্ক ও ইভানো ফ্রাঙ্কিভস্ক শহরে হামলার খবর নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মস্কোর প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে দুটি সামরিক বিমানঘাঁটিতে দীর্ঘ পাল্লার হামলা চালানো হয়েছে।

 

Leave a Comment