Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    • Home
    • Rangpur
    • International
    • Islamic
    • Life Style
    • Insurance
    • Health
    Facebook X (Twitter) Instagram
    রংপুর ডেইলী
    Politics

    আসছেন নতুন পাঁচ নায়িকা

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকNovember 11, 2021Updated:January 11, 2025No Comments3 Mins Read
    Default Image

    জান্নাতুল ফেরদৌসের মা মৌসুমী ও শাবনূরের ভক্ত। তাঁর মা চাইতেন, বড় হয়ে তাঁদের মতো নায়িকা হোক মেয়ে। মায়ের মুখে শুনতে শুনতে মেয়ের মনেও অভিনেত্রী হওয়ার সাধ জাগে। পড়াশোনার পাশাপাশি বাফায় নাচ শিখতে থাকেন। বাসায় ফিরে মৌসুমী-শাবনূরদের গানের সঙ্গে হুবহু নাচতেন। সেই মেয়েকে বন্ধু, পড়শিরা এখন নায়িকা বলেই ডাকেন। জাহিদ হোসেনের সোনার চর সিনেমার তিনি নায়িকা। চলচ্চিত্রে তিনি স্নিগ্ধা নামেই পরিচিত। স্নিগ্ধা বললেন, ‘আমি কখনোই মৌসুমী, ওমর সানী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিমকে দেখিনি। কখনোই ভাবিনি, প্রথম সিনেমায় তাঁদের সঙ্গেই অভিনয় করব। শুনেই ভয়ে ছিলাম। তাঁদের কাছ থেকেই আমি সবচেয়ে বেশি শিখেছি।’

    স্নিগ্ধার মতো ঢালিউডে নাম লিখিয়েছেন একঝাঁক নতুন মুখ। তাঁদের কেউ আগে কখনো অভিনয়ই করেননি, কেউ নাটকে অভিনয় করলেও বড় পর্দায় এই প্রথম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তাহুয়া লাভিব তুরা। ৯ বছর বয়স থেকে থিয়েটার করেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তির পর থেকেই সিনেমায় সুযোগ খুঁজছিলেন। অভিনয়ের সুযোগ না পেয়ে ক্যামেরার পেছনে কাজ খুঁজতে থাকেন। এভাবেই টোকন ঠাকুরের কাঁটা ছবিতে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেন। ফজলুল কবির তুহিনের সরকারি অনুদানের সিনেমা গাঙকুমারীতেও নেপথ্য কাজের অডিশন দিতেই গিয়েছিলেন। বদলে পেয়ে গেলেন নামভূমিকায় অভিনয়ের সুযোগ। অভিনয়ে কীভাবে আসা?

    ‘একদম নিজের ইচ্ছায়। আমার পরিবার চায়, আমি বিসিএস বা সরকারি কোনো চাকরি করি। কিন্তু আমাকে বেশি টানে অভিনয়,’ বলেন তাহুয়া। সিনেমায় তাঁর স্বামী হয়েছেন তারিক আনাম খান। একটি মজার ঘটনা শেয়ার করে তিনি বলেন, ‘শুটিংয়ের প্রয়োজনে আমাকে সাঁতার, লাঠিখেলা, নৌকা চালানো শিখতে হয়েছে। এক মাস মায়ের সঙ্গে সাঁতার শিখেছি। কিন্তু মা জানতেন না, আমি শুটিংয়ের জন্য শিখছিলাম। জানার পর আম্মু আমাকে যা বকা দিয়েছেন।’

    পাঞ্জাবের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ থেকে পড়াশোনা করলে কী হবে, সামিনা বাশারের ইচ্ছা অভিনেত্রী হওয়া। তখন থেকেই স্বপ্ন দেখতেন চলচ্চিত্র অভিনয় করলে ভালো কোনো প্ল্যাটফর্মেই করবেন। জ্যাজ মাল্টিমিডিয়ার সিনেমা মনার অডিশনে টিকে গেলেও তাঁকে অপেক্ষা করতে হয় দুই বছর। সামিনা বলেন, ‘আমি বিটিভিতে নাচতাম। একটি নাচের অনুষ্ঠানে অ্যাংকর হয়ে এসেছিলেন নুসরাত ইমরোজ তিশা। সেই থেকে তিশা আপু আমার আইডল। আমি লেখাপড়া করে তিশা আপুর মতো অভিনেত্রী হতে চেয়েছি। নাটকে অভিনয় করলেও সিনেমার জন্য ভালো প্ল্যাটফর্মের অপেক্ষায় ছিলাম। জ্যাজের হাত ধরে মাহিয়া মাহি, সিয়াম, পূজারা ক্যারিয়ার গড়েছেন। প্রথম এই সুযোগ আমার জন্য অনেক চ্যালেঞ্জিং।’ ডিসেম্বর থেকে মনার শুটিং শুরু হবে।

    মানব দানব সিনেমার নবাগত নায়িকা রাশিদা জাহান। তিনি শালুক নামেই পরিচিত। শৈশব থেকে রূপকথার গল্পের নায়িকা হতে চাইতেন। এভাবেই একসময় বুঝতে পারেন, অভিনয় তাঁকে টানে। কিন্তু কীভাবে জগৎটাতে ঢুকবেন, বুঝতে পারছিলেন না। তিনি বলেন, ‘আমি শুধু ফেসবুকে খোঁজ নিচ্ছিলাম কে কাজ করেন। কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলতে সাহস পেতাম না। চলচ্চিত্রে সুযোগ না পেয়ে নাটকে অভিনয় শুরু করি। এর মধ্যেই ভারতের বনি সেনগুপ্তের বিপরীতে হঠাৎ অভিনয়ের সুযোগ পাই।’

    মায়ের সঙ্গে ববিতা, কবরী, শাবনূর, মৌসুমীদের সিনেমা দেখতেন উষ্ণ হক। মজা করে মা তখন বলতেন, তোকে নায়িকা বানাব। কিন্তু আমলে নিতেন না কুমিল্লার মেয়ে উষ্ণ। তাঁর আগ্রহ রাজনীতি ও ব্যবসা। সেই তিনিই কিনা এক বছরে তিন সিনেমার নায়িকা। গত বছর ডিসেম্বরে নাম লিখিয়েছেন সিক্রেট এজেন্ট সিনেমায়। উষ্ণ বলেন, মিডিয়ার কাউকেই চিনতাম না। হঠাৎ একদিন ইনবক্সে নক করেন (শাফি উদ্দীন) শাফি ভাই, তিনিই প্রস্তাব দেন। অবাক হয়ে যাই। আম্মাকে জানালাম। শুরু হলো গ্রুমিং। এখন অপূর্ব রানা ভাইয়ের অনুদানের সিনেমা জলরং-এর শুটিং করছি।’

    নিজস্ব প্রতিবেদক
    • Website

    নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে পাঠকের কাছে সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়। তারা ঘটনার প্রকৃত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরে যাতে পাঠক বিস্তৃত ও স্বচ্ছ ধারণা পেতে পারেন। নিজস্ব প্রতিবেদকদের লক্ষ্য হলো দ্রুত এবং নিখুঁত প্রতিবেদনের মাধ্যমে সমাজে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা।

    Related Posts

    সীমা ছাড়াবেন না, রাজনীতি করেন

    June 2, 2022

    গা ঢাকা দিচ্ছেন শ্রীলঙ্কার রাজনীতিবিদেরা

    May 12, 2022

    বিজেপির বিস্ময়কর জয় যেভাবে সম্ভব হলো

    March 10, 2022
    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক
    • সুস্থ যৌনজীবনের জন্য জরুরি ১০টি পরামর্শ
    • গর্ভাবস্থায় মা ও শিশুর যত্নের সম্পূর্ণ গাইড
    • ব্যায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখার কৌশল
    • ডিপ্রেশন মোকাবিলায় প্রাকৃতিক সমাধান
    • ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবারের তালিকা
    • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করার উপায়
    • শীতকালে সুস্থ থাকার ৭টি টিপস
    • গরমে সুস্থ থাকার জন্য করণীয় ও বর্জনীয়
    • শরীরের জন্য পর্যাপ্ত ঘুমের গুরুত্ব
    • মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কৌশল
    • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
    • চোখের সুস্থতা বজায় রাখার ঘরোয়া টিপস
    • হার্টের যত্নে কোন খাবার বেশি খাবেন
    • উচ্চ রক্তচাপ কমানোর প্রাকৃতিক পদ্ধতি
    • ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার সহজ উপায়
    • প্রেমে একে অপরকে সময় দেওয়ার গুরুত্ব
    • দীর্ঘদিনের সম্পর্ককে নতুন করে সাজানোর কৌশল
    • প্রেমে আস্থা নষ্ট হলে কীভাবে ফিরিয়ে আনবেন
    • সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ পরিচালনার টিপস
    • প্রেমিক-প্রেমিকার মধ্যে রাগ কমানোর ৫টি পদ্ধতি
    Facebook X (Twitter) Instagram Pinterest

    Type above and press Enter to search. Press Esc to cancel.