আর্মেনীয়র হত্যাকাণ্ড

আর্মেনীয়র হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে অটোমান বাহিনীর হাতে ১৫ লাখের বেশি গণহত্যা হয় । গতকাল শনিবার তিনি এই স্বীকৃতি দেন স্থানীয় সময় । তবে বাইডেনই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি এই হত্যাকাণ্ডকে গণহত্যা বললেন। আর খবর এএফপির প্রকাশ করা হয়।

‘অটোমান সাম্রাজ্যের সময় গণহত্যায় যেসব আর্মেনীয় মারা গেছেন, আমরা তাঁদের স্মরণ করছি বিবৃতিতে বাইডেন বলেন এমন কথা।তবে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আর বলেন, যা ঘটেছে তা যেন আর কখনো না ঘটে, সেই ব্যাপারে আমরা নিশ্চিত হতে চাই এটা তিনি বলেন।’

আর্মেনিয়ার জনগণের জন্য বড় বিজয় বলে মনে করা হচ্ছে বাইডেনের এই বিবৃতিটা । উরুগুয়ে, ফ্রান্স, জার্মানি, কানাডা ও রাশিয়া ওই গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে ১৯৬৫ সালে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তবে এ ধরনের বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।তবে ইস্তাম্বুলে এক বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের বিতর্ক ঐতিহাসিকদের মাধ্যমে রচিত হওয়া দরকার বলে তিনি মনে করে। এটি নিয়ে রাজনীতি করতে পারে না তৃতীয় কোনো দল ।

কোনো শব্দ ইতিহাস বদল করতে পারে না আবার রচনা করতেও পারে না তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেনে এমনটা। আমরা আমাদের ইতিহাস নিয়ে অন্য কারও কাছ থেকে শিক্ষা নেব না বাইডেনের বিবৃতির পর টুইটে কাভুসোগলু বলেন এই কথা।

তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী অসন্তোষ জানাতে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ডকে তলব করেছেন এটা। তবে তিনি বলেন, বাইডেনের সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে এবং এটি পুনরুদ্ধার করা কঠিন হয়ে দাড়াবে বলে তিনি মনে করে ।

১৯১৫ থেকে ১৯১৭ সাল পর্যন্ত ১৫ লাখের বেশি আর্মেনীয়কে হত্যা করা হয় আর তা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে অটোমান সাম্রাজ্যের সময়কালে।

তবে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান জোরালো পদক্ষেপ নেওয়ায় বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Comment