আরও ২০০ টন অক্সিজেন পাঠিয়েছে ভারত…

১৫ আগস্ট রোববার সকালে ভারতঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে ইন্দ-বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামক ট্রেনে করে সরাসরি রেলপথে ২০০ টন অক্সিজেন পাঠায় যা বেনাপোল হয়ে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে পৌঁছায়।যেখানে অক্সিজেনবাহী ট্রেনটির ১০টি ট্যাংকারে রয়েছে ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন। স্টেশনে পৌঁছানোর পর সকাল সাড়ে ৮টায় থেকে শুরু হয় আনলোড কার্যক্রম। ট্রেনের ১০টি ট্যাংকার থেকে এক এক করে রোড ট্যাংকারে আনলোড করা হয়। আনলোড কার্যক্রম শেষ হলে এখান থেকে এই অক্সিজেনগুলো দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে বলে জানিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ।এছাড়া আরো কয়েকটি চালানে আরো বেশ কিছু সংখ্যক তরল অক্সিজেন আনা হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেসে এখন পর্যন্ত পরপর ৮টি চালানে এক হাজার ৬০০ মেট্রিক টন অক্সিজেন আনা হয়েছে বাংলাদেশে। ট্রেনটি ভারতের জামশেদপুর থেকে ২০০ মেট্রিক টন অক্সিজেন নিয়ে বেনাপোল স্থলবন্দর হয়ে সিরাজগঞ্জে এসে পৌঁছায়।অক্সিজেন আনার প্রক্রিয়া সফল হওয়ায় এ পর্যন্ত পরপর ৮টি চালান এসেছে দেশে।বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশনের স্টেশন মাস্টার ইসমাই হোসেন জানান, অক্সিজেনবাহী ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস রোববার ভোরে স্টেশনে পৌঁছানোর আগে থেকেই ট্রেনের নিরাপত্তার সব ব্যবস্থা গ্রহণ করা হয়। নিরাপত্তায় রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছে। পরবর্তীতে আরও বেশ কয়েকটি অক্সিজেনের চালান আসবে বলে জানান স্টেশন মাস্টার।এই অক্সিজেনগুলো করোনা মোকাবিলায় দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে। একইভাবে রেলপথে আরও বেশ কয়েকটি চালানে তরল মেডিকেল অক্সিজেন ভারত থেকে আনা হবে বলে জানায় লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা।

Leave a Comment