মানুষের পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত একটি হরমোন হলো অক্সিটোসিন হরমোন।এটি একটি পলিপেপটাইড হরমোন।মোট ৯টি এমিনো এসিড দ্বারা এই হরমোন গঠিত।
আজ মানবদেহে অক্সিটোসিন এর কাজ সম্পর্কে আমরা জেনে নেব।
*গর্ভবতীর জরায়ুর উপরঃ
গর্ভবতীরা যখন সন্তান প্রসব করেন তখন জরায়ুর পেশির সংকোচন ঘটার প্রয়োজন পড়ে।এই কাজে সাহায্য করে অক্সিটোসিন।এটি জরায়ুর পেশির সংকোচন ঘটায় এবং সন্তান প্রসবে সাহায্য করে।
*দুগ্ধ ক্ষরণঃ
স্তনে যে মায়োএপিথেলিয়াল কোষ থাকে অক্সিটোসিন এর কাজের ফলে সেই কোষের সংকোচন ঘটে।ফলে মাতৃদুগ্ধ ক্ষরিত হতে পারে।
*জরায়ুর উপর কাজ (গর্ভাবস্থা ছাড়া)
পুরুষের সাথে মিলনের ফলে নারীর শরীরে যে শুক্রানু প্রবেশ করে তার পরিবহনে জরায়ু কাজ করে আর সে কাজে তাকে সাহায্য করে অক্সিটোসিন হরমোন।
*পুরুষের ক্ষেত্রেঃ
অক্সিটোসিন হরমোন পুরুষের ভাস ডিফারেন্স এর পেশির সংকোচন ঘটায়।ফলে সহজেই শুক্রানু ইউরেথ্রায় যেতে পারে।
©দীপা সিকদার জ্যোতি