অন্য তুমি

কবিতা:” অন্য তুমি”

তোমার ওষ্ঠাধরের হাসিতে
বিষাদের মেঘ কেটে
রাতের নীলিমায় হাতছানি দেয়
উদ্ভাসিত পূর্ণিমার একখানি বিশাল চাঁদ।

সেই চাঁদ বেয়ে নেমে আসা
স্নিগ্ধ জ্যোৎস্নার ফোয়ারায়
ভিজে উঠে তোমার মায়াবী বদন।
ঐ বদনে কোনো ক্লান্তি নেই,
ললাটে নেই কোনো দুশ্চিন্তার ছাপ!
হঠাৎ দেখে মনে হয় যেন
সুখের নদীতে ভেসে চলা
বিলাসী নৌকোর এক পরিতৃপ্ত পাল।

কিন্তু! এ-কী?
তোমার চোখের নীচে সাজিয়ে রাখা
অনিদ্রার শোকচিহ্ন আমার ভাবনার
জানালায় উঁকি দিয়ে হেসে যায়।
বিদ্রুপের হাসি হেসে
আমার চেতনাকে জেগে তোলে।
আমি লক্ষ্য করি,
তোমার নয়নদ্বয়ের অভয়ারণ্যে
মুখ থুবড়ে পড়ে আছে
ব্যাথার অনলে পুড়ে যাওয়া
কিছু কাঠগোলাপ আর শিউলীফুল।

ভাল থাকার প্রামাণ্য ছায়াছবিতে
তুমি ঠোঁটের হাসি, মুখের অবয়বে
তোমার ভিতরের আসল তুমিটাকে
ঢাকতে এত ব্যস্ত হয়ে উঠেছিলে যে,
দু’চোখ ঢাকা কষ্টের করাল মেঘটা
আর সরাতে পারোনি।
আমি তা দেখে ফেলেছি!

Writer:Mahazabin Sharmin Priya

Leave a Comment