২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ৩৩০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এসময়ে রেকর্ড ৩৩০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে ৪৬ জন ঢাকার বাইরের।

চলতি বছর এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ৯৮১ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।

গত আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬৯৮ জন। এর আগে, গত জুলাই মাসে ২২৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এ ছাড়া জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪৮ জনের মৃত্যু হয়েছে।

জুলাইতে মারা গেছেন ১২ জন. আগস্টে ৩০ জন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

তাদের মধ্যে ৩৮ জন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রাজশাহী ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

ডেঙ্গু আক্রান্ত বেশিরভাগ রোগী চিকিৎসার পর হাসপাতাল ছেড়েছেন জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকায় ১২৬২ রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং ঢাকার বাইরে ১৩১ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

Leave a Comment

betvisa