১২ জনের করোনা শনাক্ত, ১১ জনই ঢাকার

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। এর আগের দিন ১৬ জনের করোনা শনাক্ত হয়েছিল, সেদিনও কেউ মারা যাননি। এ নিয়ে টানা ১৬ দিন করোনায় মৃত্যুশূন্য দিন কাটল। এ সময়ে করোনা শনাক্তের হারও ১ শতাংশের নিচে থেকেছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮৫। আগের ২৪ ঘণ্টায় এ হার ছিল শূন্য দশমিক ৭৭।

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১২ জনের মধ্যে ১১ জনই ঢাকা জেলার। বাকি একজন নোয়াখালী জেলার।

দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৫০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২১৭ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৯ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪১ জন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।

 

Leave a Comment