হোয়াটসঅ্যাপে এখন ৫১২ জনের গ্রুপ তৈরি করা যাবে

গ্রুপের পরিধি বৃদ্ধি করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ৫১২ জনের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে বার্তা বিনিময় করা যাবে। এত দিন সর্বোচ্চ ২৫৬ জনকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা যেত। ধীরে ধীরে সবার জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে এ সুযোগ মিলবে।

গ্রুপের পরিধি বৃদ্ধির পাশাপাশি পাঠানো বার্তা সম্পাদনার সুযোগও দেবে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে পাঠানো বার্তায় থাকা তথ্য বা বানান সংশোধনের সুযোগ মিলবে। এক মাস আগের পাঠানো বার্তাও সম্পাদনা করা যাবে।

মুছে ফেলা বার্তাও ফিরিয়ে আনার সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ জন্য ‘আনডু’ অপশনের কার্যকারিতা পরীক্ষা করছে তারা। নতুন এ সুবিধা চালুর বিষয়টি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে।

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন-সুবিধা চালু থাকায় নিরাপদে তথ্য, ছবি ও ভিডিও বিনিময় করা যায়। আর এ কারণে বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়তা পেয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি।

Leave a Comment