স্টেরয়েড হরমোনের কাজের প্রক্রিয়া

আমাদের বিভিন্ন শারীরিক কাজে যে হরমোনগুলো সহায়তা করে সেগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে।এই বিভিন্ন ধরনের হরমোনের মধ্যে অন্যতম হলো স্টেরয়েড হরমোন।যেমন- এলডোস্টেরন,কর্টিসল,এসট্রোজেন ইত্যাদি।এই হরমোনগুলো কিভাবে কাজ করে আজ আমরা সে সম্পর্কে জানব।

স্টেরয়েড হরমোন প্রথমে কোষের সাইটোপ্লাজমে প্রবেশ করে।তারপর নির্দিষ্ট রিসেপ্টর প্রোটিনের সাথে যুক্ত হয়।এতে করে হরমোন-রিসেপ্টর যৌগ গঠিত হয় যেটি নিউক্লিয়াসে প্রবেশ করে।এই যৌগ তারপর ডিএনএ এর বিভিন্ন স্থানে যুক্ত হয়।এতে করে ট্রান্সক্রিপশন হয় এবং এমআরএনএ তৈরী হয়।
এই এমআরএনএ তারপর সাইটোপ্লাজমে যায়।সেখানে গেলে ট্রান্সলেশন হয় এবং নতুন প্রোটিন তৈরি হয়।এতে করে কোষের কাজ প্রভাবিত হয়।

এভাবে স্টেরয়েড হরমোন তার কাজ সম্পাদন করে থাকে।আবার এই একই প্রক্রিয়ায় থাইরয়েড হরমোনও তার কাজ করে থাকে।এদের এই কাজের ফলে আমাদের কোষের বিভিন্ন কাজ ত্বরান্বিত হয়।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Comment

betvisa