সব শ্রেণিতে ভর্তি লটারিতে হতে পারে

চলতি বছরের মতো আগামী শিক্ষাবর্ষেও (২০২২ সাল) শিক্ষা মন্ত্রণালয়ের অধীন স্কুলগুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির কাজটি লটারির মাধ্যমে হতে পারে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে ভর্তি নিয়ে এক সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেন, ‘সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। তবে আমরা এ রকমই ভাবছি।’

প্রতিবারই বছরের শেষ সময়ে এসে পরবর্তী বছরের ভর্তির প্রক্রিয়া চলে। ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয়। এতদিন কেবল প্রথম শ্রেণিতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণের কারণে চলতি বছরে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ কমার পরিপ্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। তবে এখনো পুরোদমে ক্লাস শুরু হয়নি।

Leave a Comment