শিশুদের সিনোভ্যাকের টিকা দেয়ার অনুমোদন দিল চীন

চীনে শিশুদের উপর সিনোভ্যাকের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ও দ্বিতীয় ধাপের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এই টিকা তিন থেকে ১৭ বছর বয়সীদের শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম। টিকার পার্শ্ব প্রতিক্রিয়াও তাদের উপর খুবই মৃদু। তাই সিনোভ্যাকের টিকা শিশুদের উপর কার্যকরী প্রমাণিত হয়েছে। 

এজন্য শিশুদের করোনামুক্ত রাখতে তিন থেকে ১৭ বছর বয়সী শিশুদের সিনোভ্যাকের করোনার টিকা দেওয়ার জরুরি অনুমোদন দিয়েছে চীন। গত ৪ জুন  রাতে সিনোভ্যাক বায়োটেক কোম্পানির প্রধান ইয়িন উইডং চীনের  রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানান।

উল্লেখ্য  যে, গত ১ জুন চীনের তৈরি করোনার দ্বিতীয় টিকা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সিনোভ্যাক বায়োটেক কোম্পানির তৈরি করোনার টিকা ‘করোনাভ্যাক’ এর অনুমোদন দেয়।

শিশুদের উপর সিনোভ্যাকের ট্রায়ালে দেখা যে,  টিকা দেওয়ার এক সপ্তাহের মধ্যে তাদের দেহে ১০ গুণ অ্যান্টিবডি তৈরি হয়েছে এবং দুই সপ্তাহের মধ্যে তা বেড়ে ২০ গুণ হয়েছে। টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপে অংশ নেওয়া শিশুদের টিকার নিয়মিত দুই ডোজ দেওয়ার পর তৃতীয় আরেকটি বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

তবে কবে থেকে অফিসিয়ালি শিশুদের উপর টিকা আরোপ করা হবে সে বিষয়ে চীনের টিকাদান কর্মসূচির অংশ হিসেবে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। 

Leave a Comment

betvisa