লকডাউনে রাস্তায় বের হয়ে গ্রেফতার ২৮১

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের কঠোর লকডাউন চলছে। এ সময়ে বিনা কারণে বাইরে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) তেজগাঁও, শাহবাগ, রমনা, মোহাম্মদপুর ও মিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ কমিশনার (ডিসি) মাহাতাব উদ্দিন বলেন, লকডাউন অমান্য করে বাইরে বের হওয়ায় এখন পর্যন্ত মিরপুরের শতাধিক আটক হয়েছেন। বিধিনিষেধ ভঙ্গ করায় ডিএমপির তেজগাঁও বিভাগে এখন পর্যন্ত ১৬৭ জন আটক হয়েছে।

সাতদিনের কঠোর লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, কোস্টগার্ড ও আনসার সদস্যদের পাশাপাশি মাঠে রয়েছে ভ্রাম্যমান আদালত। অপ্রয়োজনে বাইরে বের হলেই গ্রেফতার করা হচ্ছে ও জরিমানা গুণতে হচ্ছে।

জনসমাগম এড়াতে রাজধানীর মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে থাকতে দেওয়া হচ্ছে না। আগের লকডাউনে প্রতি চেকপোস্টে দুই-চারজন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। তবে এবারের লকডাউনে প্রতিটি চেকপোস্টে ১০-১২ জন পুলিশ সদস্য রয়েছেন।

Leave a Comment

betvisa