রুশ সেনাদের অস্ত্র সমর্পণের আহ্বান ইউক্রেনের

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ রুশ সেনাদের অস্ত্র সমর্পণ করার আহ্বান জানিয়েছেন। যাঁরা এ প্রস্তাবে সাড়া দেবেন, তাঁদের জীবন সুরক্ষিত থাকবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আজ শুক্রবার রুশ সেনাদের উদ্দেশে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রেজনিকভ একটি ভিডিও বক্তব্য দেন। রুশ ভাষায় দেওয়া সে বক্তব্যে রেজনিকভ বলেন, ‘রাশিয়াকে ট্র্যাজেডি থেকে এবং রুশ সেনাবাহিনীকে অপমানের হাত থেকে আপনারা এখনো বাঁচাতে পারেন।’

রুশ সেনাদের জীবনের সুরক্ষা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘যাঁরা তাৎক্ষণিকভাবে যুদ্ধ থেকে সরে আসবেন, তাঁদের সবাইকে আমরা জীবনের সুরক্ষা ও নিরাপত্তা দেব। তাঁরা ন্যায়বিচার পাবেন এবং যাঁরা অপরাধমূলক কাজের নির্দেশদাতা, অবশ্যই আমরা তাঁদের বিচারের মুখোমুখি করব।’

ক্রেমলিন নিজ দেশের সেনাদের ধোঁকা দিচ্ছে ও বিশ্বাসঘাতকতা করছে উল্লেখ করে রেজনিকভ বলেন, ‘এটা তাদের জন্য বলাটা খুব সহজ যে আপনারা ছায়া ন্যাটো বাহিনীর বিরুদ্ধে লড়াই করে মারা গেলে তা হবে বীরের মৃত্যুবরণ। এ কথা সত্য যে ন্যাটোভুক্ত দেশগুলো আমাদের অস্ত্র দিচ্ছে। তবে এসব অস্ত্র দিয়ে আপনাদের সঙ্গে ইউক্রেনীয় সেনারাই লড়াই করছেন।’

Leave a Comment

betvisa