রাজধানীর শ্যামপুরে অটোরিকশার ধাক্কায় খালে পড়ে সবুজ নামের চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে শ্যামপুরের জিয়া সরণি ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।
শিশুটির মামা নাসির জানান, রোববার রাতে সবুজ তার বন্ধুদের সঙ্গে ব্রিজের ঢালে যায়। এ সময় অটোরিকশার ধাক্কায় শিশুটি খালে পড়ে গেলে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে।
প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটির বাবা মোবারক হোসেন বিভিন্ন দোকানে পানি সরবরাহ করেন। তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।