রংপুরে ড্রেন সংস্কার কাজ এগিয়ে যাচ্ছে দ্রুত

গত বছর এক রাতের বৃষ্টিতে ডুবেছিল রংপুর শহর। রংপুর সিটি কর্পোরেশন বর্ষার আগে এমন উদ্যোগ নিয়েছে যাতে যাতে এ জাতীয় বৃত্তি আবার না ঘটে।

মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার নির্দেশনায় সিটি কর্পোরেশনে অবস্থিত ড্রেনগুলিতে নালা পরিষ্কার করা হচ্ছে। শুক্রবার সকালে রংপুর সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ডের এরশাদ নগর পরিদর্শন করতে গিয়ে দেখা গেছে, ড্রেন পরিষ্কার ও স্ল্যাব তৈরির কার্যক্রম পুরোদমে চলছে।


রংপুর সিটি করপোরেশনের ক্লিন অফিসার ওয়াদুদ, রোজিক মেয়র, জাতীয় পার্টির সভাপতি নুর ইসলাম, ২৮ নং ওয়ার্ডের সভাপতি সৈয়দ মঈন উদ্দিন আহমেদ টিটু, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক রানা ও সাংগঠনিক সম্পাদক জসিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওয়ার্ড স্টুডেন্ট সোসাইটি উপস্থিত ছিলেন। ওয়াসিম যুব সংহতির সদস্য।

স্থানীয়দের পক্ষে হজরত আলী, দেলোয়ার হোসেন, হান্নান, নারায়ণ সরদার, বিমল প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় রসিক মেয়রের প্রতিনিধি হরকাতুল বলেছিলেন, “মেয়র মহাদয়ের নির্দেশে আমরা বর্ষা মৌসুমের আগে ড্রেন সারাইয়ের কাজ করে যাচ্ছি যাতে আমাদের নগর অঞ্চলে কোথাও বৃষ্টির পানি বা বন্যার পানি জমে না যায়।”

Leave a Comment

betvisa