দারুস সালামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
দারুস সালামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ময়মনসিংহে বাসের জানালা দিয়ে পড়ে প্রাণ গেল শিশুর

ময়মনসিংহের ত্রিশালে চলন্ত বাসের জানালা দিয়ে ছিটকে রাস্তায় পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নুরুর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তানিম (১০)। তানিম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের সাইদুল শাহের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস উপজেলার নুরুর দোকান এলাকায় পৌঁছালে এর চাকা ফেটে যায়। এতে ওই বাসের জানালা দিয়ে শিশু তানিম ছিটকে বাইরে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

বাসের জানালা দিয়ে ছিটকে পড়ে এক শিশুর মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার উপপরিদর্শক মতিউর রহমান বলেন, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

রংপুর ডেইলী রংপুরের সবচেয়ে আপডেট সংবাদ দেশ ও আন্তজার্তিক নিউজ প্রকাশে বাধ্য থাকিবে। রংপুরের সব রকমের নিউজ পেতে রংপুর ডেইলী ভিজিট করুন