মেসিকে বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে

৬ সেপ্টেম্বর ২০১১। দিনটি মনে আছে? এদিন আর্জেন্টিনা দলের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন লিওনেল মেসি। নাইজেরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি থেকে মেসিকে দেখার স্মৃতি অনেকেই সারা জীবন মনে রাখবেন।

সে সময় যাঁরা মেসিকে দেখতে পাননি, তাঁদের জন্য আরেকটি সুযোগ হতে পারে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা মেসিকে বাংলাদেশে নিয়ে আসার ইচ্ছার কথা জানিয়েছেন।

সাদিয়া ফয়জুন্নেসা ব্রাজিলে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পাশাপাশি আর্জেন্টিনা, উরুগুয়ে, ভেনেজুয়েলা, বলিভিয়া, প্যারাগুয়ে ও চিলিতেও কূটনৈতিক দূতের দায়িত্ব পালন করেন। আর্জেন্টিনার জাতীয় সংবাদ সংস্থা ‘তেলাম’কে তিনি বলেছেন, ‘আমরা মেসিকে বাংলাদেশে নিয়ে আসতে চাই।’ সাদিয়া ফয়জুন্নেসার এই মন্তব্য প্রকাশ করেছে ‘ক্লারিন’।

সাদিয়া ফয়জুন্নেসা আরও বলেছেন, ‘আমরা এটা (মেসিকে বাংলাদেশে নিয়ে আসার) করার চেষ্টা করব। বাংলাদেশে আমরা একটি ম্যাচ আয়োজন করতে চাই। মেসি (বাংলাদেশে) খুব জনপ্রিয়। আমরাও ফুটবলের জন্য আর্জেন্টাইনদের ভালোবাসি। তাই আমাদের দেশে তাকে (মেসি) পাওয়া হবে সম্মানের ব্যাপার।’

আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধনের কথাও বলেছেন সাদিয়া ফয়জুন্নেসা, ‘আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক বন্ধন আছে। ১৯৭১ সালে স্বাধীনতা ঘোষণার পর আর্জেন্টিনা দ্রুত স্বীকৃতি দিয়েছিল আমাদের।’

ডিয়েগো ম্যারাডোনার কারণে বাংলাদেশে আর্জেন্টিনা দল জনপ্রিয়তা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি, ‘ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীন থাকায় ফুটবল (বাংলাদেশে) সব সময়ই জনপ্রিয় ছিল। ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে নিয়ে বেশি আগ্রহ সৃষ্টি হয় এবং কিংবদন্তিতে পরিণত হন ডিয়েগো ম্যারাডোনা। আমার মনে আছে, বাংলাদেশের অনেক মানুষ তখন বিশ্বকাপ দেখেছে।’

এবার কাতার বিশ্বকাপে আলোড়ন তুলেছেন বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবলের সমর্থকেরা। বাংলাদেশে মেসিদের অকুণ্ঠ সমর্থন এবং আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ছবি ও ভিডিও এর আগে টুইটও করেছে ফিফা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে টান লেগেছিল লিওনেল মেসির
আর্জেন্টাইনরাও এই ভালোবাসার বদলে ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে একটি পেজ খোলা হয়েছে আর্জেন্টিনায়। সেখানে এখন অনেকেই বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন করেন।

‘ক্লারিন’ জানিয়েছে, বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩–০ গোলের জয়ে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকা হাতে জয় উদ্‌যাপন করেছেন। বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের নিয়েও কথা বলেছেন সাদিয়া ফয়জুন্নেসা, ‘বাংলাদেশের প্রচুর মানুষ আর্জেন্টিনার খেলা দেখেন। ছোটবেলায় আমরা ঘরে বসে খেলা দেখেছি। কিন্তু এখন বিভিন্ন শহরে বড় পর্দায় দেখানো হয়। রাত তিনটায় লোকজন জড়ো হয়ে খেলা দেখেন।’

আর্জেন্টিনার এই সংবাদমাধ্যম জানিয়েছে, ফুটবল দিয়ে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের এই বন্ধনের যাত্রাটা শুরু হয়েছে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঘোষণার পর। বাংলাদেশে আগামী বছর পুনরায় দূতাবাস খোলার ইচ্ছা প্রকাশ করেছে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৯৭৮ সালে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস বন্ধ করা হয়েছিল।

 

By নিজস্ব প্রতিবেদক

রংপুরের অল্প সময়ে গড়ে ওঠা পপুলার অনলাইন পর্টাল রংপুর ডেইলী যেখানে আমরা আমাদের জীবনের সাথে বাস্তবঘনিষ্ট আপডেট সংবাদ সর্বদা পাবলিশ করি। সর্বদা আপডেট পেতে আমাদের পর্টালটি নিয়মিত ভিজিট করুন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *