মুহুর্তের মধ্যে কিছু একটা না পেলে হতাশ হবেন না

আপনার আবেগের দাম

চাইবার সাথে সাথেই যদি পেয়ে যেতাম। তাহলে সবকিছুর মান আমরা রক্ষা করতে পারতাম না হয়তো।

যেকোন জিনিস যত বেশি মুল্যবান তা পেতে হয়তো ততটাই বেগ পেতে হয়। ধৈর্য্যের পরীক্ষা দিতে হয়। অনেক বার বাধা আসবে।নিরাস লাগবে। মন খারাপ হবে। কিন্তু চেষ্টা টুকু সহজেই ছেড়ে দিলে আর পাবেন কি করে।

অল্পতেই যদি পাওয়ার সাধনা হারিয়ে ফেলেন তবে চাওয়ার ইচ্ছা করাও বৃথা।

অনেক কিছুতে অনেক মন খারাপ লাগবে।হতাশ লাগবে। সাময়িক এই যন্ত্রনাটা সহ্য করার মত শক্ত নিজেদেরকেই নিজেদের বানিয়ে নিতে হবে।

বিফলতাকে যত জয় করতে পারবেন সফলতাটাও তত বেশি পাকাপোক্ত হবে।
কে কি বললো তা শুনেই পিছিয়ে যাবেন না।সবার সব কথা আপনার পক্ষে যাবেনা। এটা নিয়ে মন খারাপ করবেন না। বন্ধুরা কাছের মানুষরাই কষ্ট দেয় বেশি। এটা আর নতুন কি।

সবকিছুর বাইরে চেষ্টা করবেন নিজের একটা জগত তৈরী করতে। খুব সহজ কাজ না এটা।আর সময়েরও ব্যাপার। সবাই চায় নিজের জগত থাকুক।কিন্তু রাতারাতি কারও নিজের জগত তৈরী হয়না।

অনেক হতাশার সময় গুলোতে একা থাকেন।নিজের সাথে কথা বলেন।কান্না পেলে কেদে নেন। হালকা রাখবেন নিজেকে। কিছুক্ষন পার হলে দেখ একটু ভালো লাগছে।নতুন উদ্যম খুজে পাচ্ছেন।

হঠাত মন খারাপ গুলোতে ভেঙে পড়বেন না। সবসময় যদি ভালো সময়ই যাবে তাহলে আর জীবন হলো কি। একটু ধৈর্য্য ধরে শেষটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।

reporter:নওমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *