মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ২৫ জনের মৃত্যু

সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আবার রক্ত ঝরল মিয়ানমারে। এবার ২৫ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

রবিবার স্থানীয়রা জানিয়েছেন, সেনাবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সেন্ট্রাল মিয়ানমারের জান্তা সরকারের সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, সেনাবাহিনীর ট্র্যাক অঞ্চলটিতে প্রবেশ করে গুলি ছুড়তে থাকে।

এক গ্রামবাসীর কথায়, ‘আমরা ২৬ বার গুলির শব্দ পেয়েছি। রাস্তায় এবং গ্রামের ভেতরে যাদের তারা পেয়েছে, সবাইকেই গুলি করেছে।’

মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, দেশটির গত বছর নভেম্বরের নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। আর এই অভিযোগে সু চিকে গ্রেপ্তার করা হয়।

ওই নির্বাচনে জয়লাভ করে সু চির দল ন্যাশনাল লিগ আর ডেমোক্রেসি (এনএলডি)। তবে সু চিকে গ্রেপ্তার করে জোরপূর্বক ক্ষমতা দখল করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিশৃঙ্খলা তৈরি করে জান্তা সরকার।

এরপর থেকে সু চির মুক্তির দাবিতে রাস্তায় নামা প্রতিবাদীদের দমন করতে সেনাবাহিনী নৃশংসতার পথ বেছে নেয়। আন্দোলনে এখন পর্যন্ত ৮০০’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

এএফপি জানিয়েছে, মোট ৬ হাজার ৪২১ জনকে বন্দি করে জান্তা সরকার।

Leave a Comment

betvisa