মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২ জনের মৃত্যু

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। তবে এ দুর্ঘটনায় পাইলট এবং এক যাত্রী সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন। তাদের একটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

মিয়ানমারের মায়াওয়াদি টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিমানটি রাজধানী নেপিডো থেকে পিউন ও লুইন শহরের দিকে যাচ্ছিল। মান্দালয়ের কাছে একটি স্টিলের কারখানা থেকে ৩০০ মিটার দূরে সেটি আছড়ে পড়ে। 

বিমানে আরোহি হিসেবে ছিল সামরিক বাহিনীর ছয় জন এবং তার সাথে কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী।  তারা একটি বৌদ্ধ বিহারের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। 

বিমান চলাচলে নিরাপত্তার ক্ষেত্রে দক্ষিণপূর্ব এশিয়ার  মিয়ানমারের রেকর্ড ভালো নয়। সামরিক বিমানটি কেন দুর্ঘটনায় পড়ল, তাৎক্ষণিকভাবে তার কারণ জানা যায়নি। 

Leave a Comment

betvisa