ভারত করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়।তাই মন্ত্রীসভার সংস্কারের জন্য একদিনেই পদত্যাগ করলেন দেশের ক্রেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সহ মোট ১২ জন মন্ত্রী প্রতিমন্ত্রী।
পদত্যাগ করা মন্ত্রিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার, কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে, শিক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় ধোত্রে, মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী; পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়; উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন প্রতিমন্ত্রী দানবে রাওসাহেব পাটিল।
তবেবুধবারেই ( ৭ জুলাই) আবার একযোগে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীসভায় যোগদান করেছেন নতুন ৪৩ জন মন্ত্রী- প্রতিমন্ত্রী। তাই খুব বেশি সময় আর খালি থাকেনি মন্ত্রণালয়ের শীর্ষপদগুলো। নতুন মন্ত্রীসভায় থাকছে কিছু নতুন মুখও। নতুন করে যুক্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের চার নেতা। তারা হলেন শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার ও জন বার্লা। এ চারজনই প্রতিমন্ত্রী হতে চলেছেন বলে জানা গেছে।
বুধবার শপথ নিতে যাওয়া মন্ত্রিরা হলেন- নারায়ণ রানে, সর্বানন্দ সোনোওয়াল, ডা. বীরেন্দ্র কুমার, জয়শ্রী দত্ত এম সিন্দিয়া, রামচন্দ্র প্রসাদ সিং, অশ্বিনী বিশ্বনাও, পশুপতি পরস, কিরেন রিজিজু, রাজকুমার সিং, হারদ্বীপ সিং পুরি, মানসুখ মান্দাভিয়া, ভুপেন্দ্র যাদব, পুরুষোত্তম রুপালা, জি. কিশান রেড্ডি, আওরং শিং ঠাকুর, পঙ্কজ চৌধুরী, অনুপ্রিয়া সিং প্যাটেল, ডা. সত্যপাল সিং বাগাল, রাজিব চন্দ্র শেখর, শুভ্রা কারান্দলাজি, ভানু প্রতাপ সিং ভর্মা I
আরো রয়েছেন দর্শনা ভিকরম জার্ডোশ, মিনাক্ষী লেখি, অন্নপূর্ণা দেবি, এ. নারায়ণ স্বামী, কুশাল কিশোর, অজয় ভাট, বি. এল. ভার্মা, অজয় কুমার, চৌহান দেবুসিং, কাপিল মেরসাওয়ার পাতিল, প্রতিমা ভৌমিক, ডা. সুবাস সরকার, ডা. ভগবতী কিশোর কারাদ, ডা. রাজকুমার রঞ্জন সিং, ডা. ভারতি প্রবীণ পাবর, বিশ্বওয়ার টিডু, শান্তনু ঠাকুর, ডা. মুঞ্জাপারা মাহেন্দ্রভাই, জন বার্লা, ডা. এল. মুরুগান, নিশীথ প্রমাণিক।