বৃদ্ধি ফ্যাক্টর ও বিভিন্ন কোষের বৃদ্ধি

গ্রোথ ফ্যাক্টর আমাদের দেহে নানারকম কাজ করে থাকে।আমাদের বিভিন্ন টিস্যু,অঙ্গের বৃদ্ধির ক্ষেত্রে এর ভূমিকা অনেক।আজকে এই বিষয়েই জানব আমরা।

গ্রোথ ফ্যাক্টর তিন ধরনের-
১.প্রথম গ্রুপ যারা বিভিন্ন কোষের বৃদ্ধির ক্ষেত্রে সাহায্য করে।একটি কোষ থেকে একাধিক কোষ তৈরি হতে এই ফ্যাক্টর সাহায্য করে।

২.দ্বিতীয় গ্রুপের ফ্যাক্টরগুলো ম্যাক্রোফেজ এবং লিম্ফোসাইট থেকে তৈরি হয়।এই ফ্যাক্টরগুলো আমাদের ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ করে।

৩.তৃতীয় গ্রুপের ফ্যাক্টরগুলো আমাদের লোহিত রক্তকণিকা ও শ্বেতরক্তকণিকা এর তৈরি ও বিকাশে সাহায্য করে।

এই গ্রোথ ফ্যাক্টরগুলোর ধরণ মূলত প্রোটিন ও পলিপেপটাইড ধরনের।আর এরা বিভিন্ন কোষের বৃদ্ধির সাথে জড়িত।তাই এদেরকে বৃদ্ধি ফ্যাক্টর বলা হয়।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *