৭ আগস্ট শনিবার দুপুরের দিকে উপজেলার মাড়িয়া ইউনিয়নের সালেহা-ইমারত মেডিকেল সেন্টার টিকাদান কেন্দ্রে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হক।সেখানে তিনি নিজে এক বৃদ্ধকে করোনার টিকা পুশ করেন যার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চরম সমালোচনার মুখে পড়েন তিনি।সেখানে দেখা যায়,প্রশিক্ষণ ছাড়া একজন জনপ্রতিনিধির টিকা পুশ করার ঘটনায় প্রশ্ন তুলেছেন অনেকেই।তবে বাগমারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম রাব্বানী গণমাধ্যমকে তিনি জানান, চিকিৎসক ও টেকনিশিয়ান এমপির পাশে থেকে তাকে নির্দেশনা দেন। তাছাড়া টিকাগ্রহণকারী ওই ব্যক্তি সুস্থ আছেন,কোনো শারীরিক জটিলতা দেখা দেয়নি তার শরীরে।