বিল গেটস ও মেলিন্ডার ডিভোর্সের কারণে গেটস ফ্যামিলি ও তার সাথে তাদের যৌথ সংস্থা সবই খুব বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছিল। এরই মধ্যে আাবার নতুন করে সংকটের মুখে পড়েলো বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এবারে দাতব্য সংস্থাটির ট্রাস্টির পদ ছেড়ে দিয়েছেন ধনকুবের ওয়ারেন বাফেট।
বুধবার (২৩ জুন) দেওয়া এক বিবৃতিতে ৯০ বছর বাফেট জানিয়েছেন বার্কশায়ার হাথাওয়েস শেয়ারের ৫০ শতাংশ এই দাতব্য সংস্থাটিকে দান করে দেবেন।
বিল এন্ড গেটস ফাউন্ডেশনের তিনজন বোর্ড সদস্যের মধ্যে বাফেট একজন। গত ১৫ বছরে এই ফাউন্ডেশনে দুই হাজার সাতশ’রও বেশি কোটি ডলার দান করেছেন বাফেট। এবার তিনি এ সংস্থা ছাড়ছেন।
বিল এন্ড গেটস ফাউন্ডেশন এমনিতেই অন্য দুই সদস্য বিল গেটস এবং মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের গত মাসে দাম্পত্য জীবনের ডিভোর্সের কারণে সংকটের মুখে ছিল। এবার ফাউন্ডেশন থেকে সরে গেলেন বাফেট।
ফাউন্ডেশনটির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যান গত মাসে কর্মীদের জানিয়েছিলেন তিনি দীর্ঘ মেয়াদে ফাউন্ডেশনের স্থিতিশীলতা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। বুধবারের বিবৃতিতে সুজম্যানের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানান বাফেট।