বিভিন্ন উৎস থেকে আসা শুরু করেছে করোনার টিকা

সামনের দিনগুলোতে  আরও  করোনার টিকা আসছে দেশে ।  বিভিন্ন উৎস থেকে যে  টিকা সংগ্রহের চেষ্টা ছিল তার সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ । এরফলে আরও দ্রুত দেশের জনগণকে টিকার আওতায় আনা যাবে  বলে আশাবাদী সরকার । 

  • চীন থেকে ১৭ জুলাই মানে আগামীকাল আসছে সিনোফার্মের ২০ লাখ টিকা। কাল রাতে এ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।এগুলো উপহারের নয়, বাংলাদেশ সরকারের কেনা টিকা।
  • এছাড়াও উপহার হিসেবে চীন থেকে আরও ১০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ।  চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান তার ফেসবুক অ্যাকাউন্টে এ খবর  জানিয়েছেন। এতে তিনি বলেন, “মহামারি মোকাবেলায় বাংলাদেশি ভাই ও বোনদের আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিতে যাচ্ছে চীন।”  উল্লেখ্য, এর আগে দুই দফায় মে ও জুন মাসে বাংলাদেশকে ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার দিয়েছে চীন। 
  • সোমবার (১৯ জুলাই) জাতিসংঘের কোভ্যাক্সের মাধ্যমে আরও ৩০ লাখ ডোজ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। কোভ্যাক্সের অধীনে এ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। 
  • এছাড়া জাপান ইতোমধ্যে ঘোষণা দিয়েছে তারা ২৯ লাখ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বাংলাদেশকে খুব শিগগিরই দেবে।

Leave a Comment

betvisa