বিধিনিষেধেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে বাস

করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধে দেওয়া ‘কঠোর’ বিধিনিষেধের মধ্যেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবাধে চলছে গণপরিবহন।

রবিবার দুপুর ১২টা পর্যন্ত বাস চলাচল করার কথা থাকলেও বৃহস্পতিবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস চলতে দেখা গেছে।

সকালে মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা থেকে চরপাড়া পর্যন্ত ঘুরে বাসসহ বিভিন্ন যানবাহন চলতে দেখা গেছে।

মহাসড়কের মির্জাপুর বাইপাসের আন্ডারপাসের পশ্চিম পাশে ঢাকা, চন্দ্রা যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন অনেক যাত্রী। তারা বিভিন্ন কারখানায় চাকরি করেন।

সকাল ৬টার দিকে মহাসড়কের মির্জাপুর বাইপাসে ১০ মিনিট অবস্থান করে দেখা যায়, প্রতি মিনিটে দু-তিনটি বাস চলছে। আর অন্য পরিবহন চলছে মিনিটে পাঁচ থেকে ছয়টি।

এ সময় ঢাকাগামী আজমেরী গ্লোরি, নাদের পরিবহন, এস আর ট্রাভেলস, হাজী ট্রাভেলস, ইউনাইটেড, হিমাচল, তুহিন সুপারসহ বিভিন্ন পরিবহন চলতে দেখা যায়। আর উত্তরাঞ্চলগামী আগমনী, স্বপ্না-শান্ত, হানিফ এন্টারপ্রাইজ, তয়েজসহ কয়েকটি কোম্পানির বাস চলতে দেখা গেছে।

মোবাইলে যোগাযোগ করা হলে মির্জাপুরের ট্রাফিক সার্জেন্ট রুবায়েত হোসেন বলেন, ‘মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকার কথা।’

Leave a Comment

betvisa