বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আফ্রিকার দেশ সুদানের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক।
অভ্যুত্থানের পর সেনাবাহিনীর সঙ্গে বিতর্কিত চুক্তিতে পুনর্বহাল হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এমন ঘোষণা দিয়েছেন তিনি।
রবিবার এক টেলিভিশন ভাষণে হামদক বলেন, নতুন চুক্তিতে পৌঁছাতে গোলটেবিল বৈঠক প্রয়োজন।
গত অক্টোবরে সুদানের সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে উৎখাত করে ক্ষমতা দখলে নেয়। ওই সময় তারা প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদককে গৃহবন্দী করে। গ্রেপ্তার করা হয় সরকারের কয়েকজন মন্ত্রীকে।
এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক চাপে সেনাবাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগির চুক্তির পর তাকে পুনর্বহাল করা হয়। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বিক্ষোভকারীরা। দেশজুড়ে বিক্ষোভ, সহিংসতা শুরু হয়।
সুদানের দীর্ঘ সময়ের শাসক ওমর আল-বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে আসছে।
সম্প্রতি সরকারের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ হয়। এমনকি বিক্ষোভ থেকে ক্ষমতা দখল করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।
গত ২০১৯ সালে গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন ওমর আল-বশির। এরপর অন্তর্বর্তীকালীন সরকার ২০২৩ সালের শেষ নাগাদ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হন।