১৮ বছর বয়সের ঊর্ধ্বের যেকোনো নাগরিক জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই তাকে করোনার টিকা দেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মঙ্গলবার সচিবালয়ে করোনা সংক্রমণের সার্বিক বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা দেওয়া হবে। ১৮ বছর বয়সের ঊর্ধ্বের যেকোনো নাগরিক জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই তাঁকে টিকা দেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ টিকা কার্যক্রম মনিটরিং করবেন বলে জানান তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলমান লকডাউন ৫ আগস্ট পর্যন্ত চলবে।
শিল্পপতিরা কলকারখানা পুনরায় চালুর অনুরোধ জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “লকডাউন শিথিল করার ব্যাপারে শিল্প প্রতিষ্ঠানের মালিকরা যে অনুরোধ করেছিলেন তা রক্ষা করা সম্ভব হয়নি।”