ফেসিয়াল স্নায়ুর কার্যক্ষমতায় ব্যাঘাত ও বেল’স পালসি রোগ

আমাদের ফেসিয়াল নার্ভের কাজের সমস্যার ফলে হওয়া একটি রোগ হলো বেল’স পালসি।এর রোগে আমাদের মুখ ও মুখভঙ্গি আক্রান্ত হয়।আজ এই অদ্ভুত রোগটি সম্পর্কে জানব।

আমার বার জোড়া করোটিক স্নায়ুর মধ্যে ৭ম করোটিক স্নায়ু হলো ফেসিয়াল স্নায়ু।এই স্নায়ুটি আমাদের মুখের পেশিগুলোকে সাপ্লাই দিয়ে থাকে।
কিন্তু বিভিন্ন সময়,বিভিন্ন কারণে আমাদের ফেসিয়াল স্নায়ুতে সমস্যা হতে পারে।ফেসিয়াল স্নায়ুর কাজে ব্যাঘাত ঘটতে পারে।এমনটা হলে বেল’স পালসি নামক রোগটি হতে পারে।

বেল’স পালসি রোগের বৈশিষ্ট্য গুলো হলো-
*চোখের পাতা নামানো যায়না।ফলে রোগী চোখের পলক ফেলতে পারেনা।
*চোখ বন্ধ করা যায়না।
*চোয়াল নাড়ানো যায় না।
*হাসি সামঞ্জস্যপূর্ণ হয়না।হাসির সময় যেকোনো একপাশে মুখ বেঁকে যায়।
*মুখ শুকিয়ে যায়।

ফেসিয়াল স্নায়ু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্নায়ু।কারণ এটি আমাদের মুখে সংবহন এর ব্যবস্থা করে যে মুখ আমাদের বাহ্যিক সৌন্দর্যের প্রধান বাহক।
বেল’স পালসি রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

©দীপা সিকদার জ্যোতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *