ফরজ গোসল অবস্থায় সেহরি খাওয়া যাবে কি?

পবিত্র রমজান চলছে। রমজান মাসে আমাদের অনেকেরই অনেক প্রশ্ন থাকে আমাদের আজ প্রশ্ন -ফরজ গোসলের সময় কি সেহরি খাওয়া যায়?

উত্তর: সহবাসের পরে খাওয়া এবং অন্যান্য ক্রিয়াকলাপের পরে গোসল করা ভাল। তবে জরুরি নয়। এটি গোসলের পাশাপাশি খাওয়া যেতে পারে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটি উপায়ে বর্ণিত হয়েছে। সুতরাং স্নান করা বাধ্যতামূলক অবস্থায় আপনি সেহরি খেতে পারেন।

তথ্যসূত্র: মুসলিম শরীফ, হাদিস নং-২৫৯২, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩, পৃষ্ঠা-৪২৮।

সংকলন: মাওলানা মুফতী ইমরানুল বারী সিরাজী, দাওরায় হাদীস, দারুল উলূম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত। ইফতা, জামিয়া আনোয়ারুল হুদা, হায়দরাবাদ, ভারত। খতিব, পীর ইয়ামেনি জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা। মুফতি ও মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুল উলূম নাটুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা।

Leave a Comment

betvisa